ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আঘাত এলে আ’লীগ আরও শক্তিশালী হয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
আঘাত এলে আ’লীগ আরও শক্তিশালী হয় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভা

ঢাকা: হিরা কাটলে যেমন উজ্জ্বলতা বাড়ে ও শক্তিশালী হয়, তেমনি আঘাত এলে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 

রোববার (৩০ জুন ) দুপুর ১২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।  

আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগকে বারবার ভাঙার যড়যন্ত্র করা হয়েছে।

কারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের আপনারা চেনেন। কিন্তু আওয়ামী লীগ ও শেখ হাসিনার পাশে বারবার তৃণমূলের নেতাকর্মীরাই দাঁড়িয়েছেন। আওয়ামী লীগকে রক্ষা করেছেন।  

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার পাশে থাকতে হবে, কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।  

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা।

সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহামুদ।  

বাংলাদেশ সময়: ১৪৩৭, জুন ৩০, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।