ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা গ্রেফতার

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান পৌরসভা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক শেখ মনজুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের বেরুলিয়া এলাকায় এক গোপন বৈঠক থেকে শুক্রবার রাত আটটায় তাকে গ্রেফতার করা হয়।



শেখ মনজুরুল হক বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। রাউজান পৌরসভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের নেতৃত্বাধীন আরও একটি কমিটি রয়েছে।

গ্রেফতারের বিষয়টি স্বীকার করে রাউজান থানার অফিসার ইনচার্জ নিখিল চন্দ্র মণ্ডল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘মনজুরুল থানার তালিকাভূক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। কিছুদিন আগে এলাকায় ফিরে আজ তার অনুগত সন্ত্রাসীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। ’

ওসি জানান, মনজুরুল হকের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসের অভিযোগে রাউজান থানায় চারটি মামলা আছে।


বাংলঅদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।