ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টেন্ডারবাজ-দুর্নীতিবাজদের লাল কার্ড প্রদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
টেন্ডারবাজ-দুর্নীতিবাজদের লাল কার্ড প্রদর্শন মানববন্ধনে দুর্নীতিবাজদের লাল কার্ড প্রদর্শন। ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি প্রকল্পসহ সব ক্ষেত্রে বেপরোয়া লুটপাট-চাঁদাবাজি বন্ধের দাবিতে টেন্ডারবাজ-দুর্নীতিবাজদের লাল কার্ড দেখিয়েছেন বাংলাদেশ যুব ইউনিয়ন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব উনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাফিজ আদনান রিয়াদ।

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সহ-সভাপতি শিশির চক্রবর্তী প্রমুখ, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে ৭০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। গত তিন বছরে বাংলাদেশের প্রায় সাত হাজার মানুষ বিদেশে বাড়ি কিনেছেন। এই টাকা তো হাওয়া থেকে আসেনি! এই টাকা এসেছে বিভিন্ন প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে লুটপাট করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কেনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের লুটপাটের নমুনা আমরা দেখেছি। সরকারকে বলতে চাই, আমরা এমন লুটপাটের অর্থনীতি চাই না, এমন লুটপাটের উন্নয়নও চাই না।

তারা বলেন, নীতি-নৈতিকতা বিবর্জিত অন্ধ দলবাজির কারণে আজ লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ক্যাসিনোর মতো অবৈধ বাণিজ্য দেশকে কলুষিত করেছে। ক্যাসিনোর কারণে আজা ক্রীড়াঙ্গন ধ্বংস হতে চলেছে। লাখ লাখ যুবক সর্বস্বান্ত হয়ে গেছে,  বেড়েছে সন্ত্রাস-মাদকের আধিপত্য।

এসময় অবিলম্বে জুয়া-মাদক, লুটপাটসহ সব ধরনের দুর্নীতি বন্ধ ও ক্যাসিনো ব্যবসায় জড়িত গডফাদারদের তালিকা প্রকাশ করে তাদের শাস্তির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।