ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজশাহীতে শিবির ক্যাডার গ্রেপ্তার

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

রাজশাহী: রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে  রোববার রাত সাড়ে ১০টার দিকে আরাফাত হোসেন (২৮) নামে এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে নগরীর বোয়ালিয়া মডেল থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে থানা সূত্র।



আরাফাতের বাড়ি নগরীর মতিহার থানার ধরমপুর এলাকায়। তার বাবার নাম কামাল উদ্দিন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, রোববার রাতে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ আরাফাতকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আরাফাতকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়া আরাফাত গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।