ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এহছানুল হক মিলনের জামিনাদেশ বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

ঢাকা: চাঁদপুরে দায়ের করা চাঁদবাজি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের জামিন বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।



হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিতের জন্য সোমবার সরকার পক্ষের আবেদন নামঞ্জুর করেন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক।

২০০০ সালে চাঁদপুরে পোস্টার লাগানো নিয়ে চাঁদাবাজির অভিযোগে মিলনের বিরুদ্ধে জেলা দায়রা জজ আদালতে মামলা হয় ২০১০ সালে।

গত ১৬ আগস্ট হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তাকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।

এহছানুল হক মিলনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি শেষে সাংবাদিকদের বলেন, ‘এ রায়ের ফলে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল থাকল। নতুন করে কোনো মামলা না হলে তার কারাগার থেকে মুক্তির আর কোনো বাধা নেই। ’

শুনানিতে সরকার পক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ৬ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।