ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রগকাটা মামলায় রাজশাহীতে গ্রেপ্তার শিবির ক্যাডার জেল হাজতে

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ছাত্রলীগের ৪ নেতা-কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার মামলায় গ্রেপ্তার শিবির ক্যাডার আরাফাত হোসেনকে (২৮) জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা ২টায় রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন জানায়।

আদালত আগামি ৮ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য্য করে আরাফাতকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন ওরফে ইতি পুলিশের তালিকাভুক্ত শিবির ক্যাডার। গত ৮ ফেব্রুয়ারি রাবির ঘটনার পর সে গা ঢাকা দেয়।
 
রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে থেকে গত রোববার রাতে পুলিশ আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।