ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লক্ষ্মীপুরে ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

সাইফুল ইসলাম স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গত দুইদিন ধরে চলমান হামলা পাল্টা হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি শেখ জামাল রিপন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় দলীয় কোন্দল সৃষ্টির পাঁয়তারা করার অভিযোগে চার ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাকিব হোসেন লোটাস, থানা ছাত্রলীগ সদস্য মো. জুয়েল, পৌর ছাত্রলীগ সদস্য মো. সজীব ও পালসার বাপ্পী।

এর বাইরে কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মীর শাহাদাত হোসেন রুবেলকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানায় জেলা ছাত্রলীগের একটি সূত্র।


বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।