ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বড়াইগ্রামে ১৪৪ ধারা জারি

নাটোর: নাটোরের বড়াইগ্রামে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণায় আইন-শৃঙ্খথলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (০৬ জানুয়ারি)  দুপুর ২টার পর থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী উচ্চ বিদ্যালয় মাঠে সব রকম সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বাংলানিউজকে জানান, আজ বিকেলে ওই বিদ্যালয় মাঠে নব-নির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ডাকা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের উপস্থিত থাকার কথা ছিল।

অথচ সেখানে দলীয় শৃঙ্খলা ভেঙে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের অনুমতি ছাড়াই উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন। যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ বাংলানিউজকে বলেন, একই মাঠে দুই পক্ষ সভা ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় আজ রাত ১২টা পর্যন্ত সব সভা-সমাবেশ বন্ধ করে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।