ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার নামফলক ভাঙার প্রতিবাদ জানালো বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
খালেদার নামফলক ভাঙার প্রতিবাদ জানালো বিএনপি

ঢাকা: চট্টগ্রামে নবনির্মিত তৃতীয় কর্ণফুলী সেতুর ভিত্তিপ্রস্তর থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামফলক ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

বুধবার বনানীর হোটেল শারিনায় নিজ কার্যালয়ে দলের পক্ষ থেকে ডাকা এক সাংবাদিক সম্মেলনে এ প্রতিবাদ জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী।



আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গত চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণকাজ শুরু হয়। তখন বিরোধীদলে থাকা আওয়ামী লীগ এর বিরোধিতা করে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন চট্টগ্রামে হরতাল ডেকেছিল। এখন তারা এর ক্রেডিট নিতে চাচ্ছে। ’

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সেতু উদ্বোধন করছেন এটি আনন্দের খবর। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু খালেদা জিয়ার নামফলক কেন ভেঙে ফেলা হলো সেটা বুঝতে পারছি না। ’

খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, ‘৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর অর্থায়নের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কুয়েত সরকারের দ্বারস্ত হন। তাই সেতু নির্মাণে তার কৃতিত্ব সবচেয়ে বেশি। আমরা এ নামফল ভেঙে ফেলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ’

সেতু উদ্বোধনের আগের দিন খালেদা জিয়ার নামফলক ভেঙে ফেলা খুবই লজ্জাজনক বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।