ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাজেদের ফাঁসি হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে: নাসিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
মাজেদের ফাঁসি হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে: নাসিম

ঢাকা: বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকরে দেশবাসী স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, এ ফাঁসির রায় দেশবাসী আনন্দিত, আমরাও আনন্দিত। আব্দুল মাজেদ বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ডের ব্যাপারে যেসব তথ্য দিয়েছে নাসিম তা প্রকাশ করারও দাবি জানান।

রোববার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান।

নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতি শক্তি পেয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এ হত্যাকারীর দণ্ড কার্যকরে দেশবাসী আনন্দিত। এ ফাঁসির রায় কার্যকর হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি, আমরা আনন্দিত।

তিনি বলেন, এখন প্রয়োজন এ খুনির তথ্য অনুযায়ী কারা তাকে বিশেষ করে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গেলো। কীভাবে সরকারি কর্মকর্তা হয়ে ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পেরেছে। কীভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন পলাতক ছিল? কে তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তা দেশবাসীকে জানানো প্রয়োজন। খুনির তথ্য অনুযায়ী এটি দেশবাসীকে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।