ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিমানবন্দরে খালেদাকে স্বাগত জানাতে গিয়ে বাধার মুখে বিএনপি নেতারা

আসাদ জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০

ঢাকা: পুলিশি বাধায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে ঢুকতে পারেননি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতারা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।



ওমরাহ হজ পালন শেষে বৃহস্পতিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালালে নামেন খালেদা।
 
চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে আগেই সেখানে উপস্থিত হন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এমপি, নজরুল ইসলাম খান, সারোয়ারি রহমান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, রুহুল কবির রিজভী, সংরক্ষিত আসদেন এমপি শাম্মি আক্তার, আশফিয়া আশরাফি পাপিয়া, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট ও ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ  বিভিন্ন পর্যায়ের নেতা।

কিন্তু নিরাপত্তার কথা বলে বিএনপি নেতাদের ভিআইপি টার্মিনালে ঢুকতে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। কিন্তু পুলিশ তাদের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত ভিআইপি টার্মিনালের বাইরেই চেয়ারপারসনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন বিএনপি নেতারা।

এ ঘটনায় ক্ষুব্ধ জমিরউদ্দিন সরকার বাংলানিউজকে বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীদের বিমান বন্দরে ঢুকতে না দেওয়ার ঘটনা এর আগে বাংলাদেশে ঘটেনি। তাছাড়া সাংসদদের বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে ঢুকতে বাধা দেওয়ার ঘটনাও বিরল। ’

ব্যারিস্টার জমির আরও বলেন, ‘একদিকে আমাদের সঙ্গে এরকম অগণতান্ত্রিক আচরণ করবে, অন্যদিকে তারা (সরকার) প্রশ্ন তুলবে, আমরা (বিএনপি) সংসদে যাচ্ছি না কেন?’

বিষয়টিকে ন্যাক্কারজনক উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান বাংলানিউজকে  বলেন, ‘সরকারের সব আচরণই অগণতান্ত্রিক ও অস্বাভাবিক। বিরোধী দলীয় নেতাকে অসম্মান করে সরকার মূলত নিজেদের দুর্বলতাই প্রকাশ  করেছে। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।