রোববার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে করোনা ভাইরাস চিকিৎসায় চরম অব্যবস্থাপনা, স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও পরিবহনে অযাচিত ভাড়া বাড়ানোর প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের নেতারা বলেন, ‘দেশব্যাপী করোনা ভাইরাস যখন মহামারি আকার ধারণ করেছে, তখন সরকারি আমলা ও জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব ভুলে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছেন।
তারা বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন মানুষ লকডাউন শিথিল হওয়ার পর স্থানান্তরিত হতে গিয়ে গুণতে হচ্ছে অযাচিত ভাড়ার নির্যাতন। করোনা বিপর্যস্ত দেশে এমন আচরণ মরার ওপর খাড়ার ঘাঁয়ে পরিণত হয়েছে। ’
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল বলেন, ‘একদিকে চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা, অন্যদিকে ভয়াবহ দুর্নীতি। এ যেন বালিশ ও পর্দা কেলেঙ্কারিকেও হার মানিয়েছে। গণমাধ্যম সূত্রে স্বাস্থ্যখাতে দুর্নীতির যে খতিয়ান তুলে ধরা হয়েছে তা রীতিমত লোমহর্ষক। ১২০ থেকে ২৫০ টাকা মূল্যের রেইনকোট জাতীয় পণ্য কিনে পিপিই বলে হাসপাতালে সরবরাহ করা হয়েছে। যার প্রত্যেকটি ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা। এক লাখ সেফটি গগলস ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। প্রতিটি গগলসের দাম পড়বে ৫০০০ টাকা করে। শুধু সেমিনারের জন্য ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি টাকা। ৫টি সফটওয়্যারের ব্যয় ৫৫ কোটি টাকা। ’
তিনি বলেন, ‘আমরা এ মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান করছি, অবিলম্বে এ মহাচুরির পরিকল্পনায় জড়িত প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসুন। অন্যথায় জনগণ এর হিসেব কষার জন্য আর অপেক্ষা করবে না। ’
তিনি আরও বলেন, ‘গণপরিবহণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো রীতিমতো সাধারণ মানুষের গলায় দড়ি লাগানোরই নামান্তর। যা কর্মহীন মানুষকে আরও বেশি ভাবিয়ে তুলছে। জনগণের স্বার্থে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। ’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল আমীনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক এম এম শোয়াইব, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, স্কুল সম্পাদক মাহমুদুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সদস্য সুলাইমান দেওয়ান সাকিব ও নগর নেতারা।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এমএইচ/এফএম