ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রওশন এরশাদের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুন ১৪, ২০২০
ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রওশন এরশাদের শোক

ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।  তার মৃত্যুতে দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হল, যা সহজে পূরণ হবার নয়। একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে  জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।