ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আর কোনো জলাশয় দখল নয়: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুন ১৪, ২০২০
আর কোনো জলাশয় দখল নয়: তাপস বছরব্যাপী জলাশয় পরিষ্কারকরণ, মাছ ও হাঁস অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: নগরীর আর কোনো জলাশয় দখল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৪ জুন) রাজধানীর খিলগাঁও, সিপাহীবাগ বাইতুল হুদা মসজিদ সংলগ্ন ঝিলে বছরব্যাপী জলাশয় পরিষ্কারকরণ, মাছ ও হাঁস অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নগরীর অনেক জলাশয় দখল হয়ে গেছে।

এরপরও এখনো অনেক জলাশয় আছে যেগুলো আমরা পরিষ্কার করে নান্দনিক স্থানে পরিণত করবো। আগামী রোববার থেকে আমরা জলাশয় পরিষ্কারের কাজ শুরু করবো। এসব জলাশয়ের মধ্যে আমরা তেলাপিয়া মাছ ও হাঁস অবমুক্ত করবো। তেলাপিয়া মাছ মশার লার্ভা ধ্বংস করে। সেইসঙ্গে আমরা জলাশয়ের আশপাশ নান্দনিক স্থানে পরিণত করবো। ’

তিনি বলেন, ‘আমরা মশক নিধন কার্যক্রম বছরব্যাপী হাতে নিয়েছি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাই জনগণের কাছে আমরা দায়বদ্ধ। এর আগে সিটি করপোরেশনের মশক নিধনের নামে লোক দেখানো কার্যক্রম পরিচালিত হতো। মশার উপদ্রব বেশি হলে কার্যক্রম হাতে নেওয়া হতো। সেটি আর হবে না, সত্যিকারের সেবা দিতে চাই। এখন সিটি করপোরেশনের কোনো কাজে কোনো গাফলতি দেখলে আমাকে সরাসরি বলবেন, কিংবা স্থানীয় কাউন্সিলদের জানাবেন। ’

এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শরীফ আহমেদসহ স্থানীয় কাউন্সিলর এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ১৪, ২০২০
ইএআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।