সোমবার (২২ জুন) বাংলাদেশ ন্যাপ’র উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজহাত গানি শবনমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এএমঅনলাইন টিভির সৌজন্যে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, মরহুমা নাজহাত গানি শবনম আমাদের অবিভাবক হিসেবে জাতীয় সংকট ও জাতীয় রাজনীতিতে করণীয় নির্ধারণে যথাযথ ভূমিকা পালন করেছিলেন।
ন্যাপ মহাসচিব বলেন, জনমনে পুঞ্জীভূত ক্ষোভ প্রশমনে সরকারকে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত মানুষের খাবারের নিশ্চয়তা দিতে হবে। ক্ষুদ্র ঋণ প্রকল্পের নব্য ইস্ট ইন্ডিয়ার মতো এনজিওদের কিস্তি উঠানো বন্ধ করতে সরকারকে কঠোর হতে হবে। বকেয়া বিদ্যুৎ-গ্যাস-পানির বিল প্রদানের বাড়িওয়ালাদের বাধ্য না করে আরও পর্যাপ্ত সময় দিতে হবে। অন্যথায় সমাজে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, জনঅশন্তোষ বিস্ফোরিত হতে পারে। যার ফলাফল কারও জন্য শুভ হবে না।
ভার্চ্যুয়াল সভায় আরও আলোচনায় অংশ নেন- এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাগপা সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু, নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক এম ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা নেতা মো. মোফাক্কারুল ইসলাম পেলব, ডোমার উপজেলা নেতা জগবন্ধু রায় প্রমুখ।
অনুষ্ঠানে মরহুমা নাজহাত গানি শবনমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ২২, ২০২০
এমএইচ/আরবি/