ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিমানবন্দরে বাধা বাকশাল কায়েমের আরেক উদাহরণ: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
বিমানবন্দরে বাধা বাকশাল কায়েমের আরেক উদাহরণ: বিএনপি

ঢাকা: চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য বৃহস্পতিবার নেতাকর্মীদের বিমানবন্দরে ঢুকতে না দেওয়াকে বাকশাল কায়েমের আরেকটি উদাহরণ বলে উল্লেখ করেছে বিএনপি।

শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।



বাকশালী চিন্তা-চেতনা থেকে আওয়ামী  লীগ বেরিয়ে আসতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দলীয় নেতাকর্মী ও জনগণের কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিছিন্ন রেখে সরকার একদলীয় বাকশাল কায়েম করতে চায়। গতকালের ঘটনা বাকশাল কায়েমেরই আরেকটি উদাহরণ। ’

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ঢুকতে না দেওয়াকে রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত ও গণতন্ত্র পরিপন্থী উল্লেখ করে রিজভী বলেন, ‘তারা (স্থায়ী কমিটির সদস্য) সবাই মন্ত্রী পরিষদের সাবেক সদস্য ও রাজনৈতিকভাবে সুপরিচিত। তাদের ভিআইপি রুমে না হোক, ভিআইপি গ্রাউন্ডে ঢুকতে দেওয়া উচিত ছিল। ’

রিজভী আরও জানান, ১১ সেপ্টেম্বর দলের চেয়ারপারসনের কারামুক্তির দ্বিতীয় বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এ উপলক্ষে দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘দেশকে একটি তাবেদার রাষ্ট্র বানানোর জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারারুদ্ধ করা হয়েছিল। ’

বাংলাদেশ সময় ১৪১১ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।