নেতৃদ্বয় বলেছেন, প্রকৃতি বান্ধব পাট এবং পাটশিল্পের প্রয়োজনীয়তা যখন জরুরি হিসেবে প্রতিভাত হচ্ছে, পাটের উৎপাদন বাড়ানোর জন্য যখন কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, পাটের বহুমুখী পণ্য যখন সারা বিশ্বে সমাদৃত হচ্ছে, তখন একযোগে ২৫ টি পাটকল বন্ধ ঘোষণা চরম আত্মঘাতী সিদ্ধান্ত।
সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে এ কথা বলেন তারা।
আ স ম আবদুর রব বলেন, পোশাকশিল্পের লাখ লাখ কর্মহীন শ্রমিকের সঙ্গে পাটকলগুলোর কর্মহীন শ্রমিকের দীর্ঘ মিছিল সামাজিক অস্থিরতা বাড়াবে। এটা কোনোভাবই কাম্য নয়। বেসরকারি খাতের পাটকলগুলো লাভজনক অবস্থায় টিকে থাকতে পারলেও সরকারের আওতাধীন জুট মিলগুলো বছরের পর বছর লোকসান করে যাচ্ছে শুধু অব্যবস্থাপনা অনিয়ম ও দুর্নীতির কারণে। এর দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে।
পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার পর পিপিপির আওতায় পাটকলের আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে সরকারের এসব ঘোষণা একেবারেই প্রতারণামূলক।
তিনি বলেন, করোনার বিপর্যয়ে কোটি কোটি কর্মহীন মানুষ যখন অসহায়, তখন ২৫ হাজার শ্রমিক ছাঁটাই সরকারের অবিবেচনা সুলভ সিদ্ধান্ত। এটা কোনোক্রমে মেনে নেওয়া যায় না। এ সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার করতে হবে।
অপর এক বিবৃতিতে জেএসডি নেতৃদ্বয় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এমএইচ/ওএইচ/