রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, করোনাকালে শিক্ষার্থীদের প্রতি আরও সহনীয় ও মানবিক হওয়ার কথা ছিল।
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, করোনার সময় মেসে থাকা শিক্ষার্থীদের জীবন কঠিন অবস্থার মধ্যে পড়েছে। অনেকের বাবা-মায়ের আয় বন্ধ। এ অবস্থায় মেস মালিকদের আচরণ গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুম্মন, কে এস এম মোসাব্বির সাফি, মোক্তাদির হোসেন তরু, সাজিদ হাসান বাবু, মিজানুর রহমান সজিব, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, এবি এম মাহমুদ সর্দার, আরিফুর রহমান, আব্দুল্লাহ আল জুবায়ের বাবু, মারুফ এলাহি রনি, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন নিলয়, আক্তারুজ্জামান আকতার, জামিল হোসেন, আলাউদ্দিন খান, সুলতানা জেসমিন জুঁই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমন উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন যুগ্ম আহবায়ক জহির রায়হান আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এসকেবি/এএ