ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুনিদের পৃষ্ঠপোষকতার দায়ে খালেদা জিয়ার বিচার করতে হবে: নিখিল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
খুনিদের পৃষ্ঠপোষকতার দায়ে খালেদা জিয়ার বিচার করতে হবে: নিখিল সমাবেশে বক্তব্য রাখছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল

ঢাকা: যুদ্ধাপরাধী এবং জাতির পিতার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতায় জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ৷ 

তিনি বলেন, যুদ্ধাপরাধী এবং জাতির পিতার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতায জন্য জিয়াউর রহমানকে মরণোত্তর ও তার স্ত্রী খালেদা জিয়াকে বিচারের আওতায় আনতে হবে। এটা এখন সময়ের সর্বস্তরের মানুষের দাবিতে পরিণত হয়েছে।

যুবলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের এ দাবির সঙ্গে রাজপথে সোচ্চার থাকবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ফার্মগেটে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি জাকির হোসেন বাবুল।  

এসময় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি মো. জাফর ইকবাল, সাব্বির আলম লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু, মো. আলতাফ হোসেন, শরিফুল ইসলাম দুর্জয়, সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, গোলাম কিবরিয়া শামীম, কাইসুর রহমান সিদ্দিকী সোহাগ, মো. আব্দুল হান্নান, জালাল উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল বাতেন, এম এইচ খান মিরন, মো. আল আমীন, নেতা এ বি এম আরিফ হোসেন, আসাদুজ্জামান আজম, আব্দুল্লাহ রানা, আরিফুল ইসলাম, সোলাইমান জীবন মিয়া, মানিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে নিখিল বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের নামে তিনি পাকিস্তানের সঙ্গে গুপ্তচরবৃত্তি করেছেন। পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের গাড়িতে লাল সবুজের পতাকা তুলে দিয়ে ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সঙ্গে বেঈমানি করেছেন। তার স্ত্রী খালেদা জিয়া তাদের পৃষ্ঠপোষকতা করেছেন। এ বিচার হতে হবে৷

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।