ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তৈরি পোশাক চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
তৈরি পোশাক চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক আহমেদ রুবেল

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার তৈরিকৃত পোশাক চুরির অভিযোগে আহমেদ রুবেল (৩১) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান।


এর আগে বুধবার (১৯ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে তাকে আটক করা হয়। আহমেদ রুবেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া এলাকার 'এনআর' পোশাক কারখানা গত ১৪ আগস্ট তাদের তৈরিকৃত পোশাক শিপমেন্টর জন্য একটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রাম নৌবন্দরে পাঠায়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা এলাকায় কাভার্ডভ্যান থেকে আংশিক পণ্য চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার দুই দিন পর ওই কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করা হয়। এসময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসাআই) আসওয়াদুর রহমান বলেন, প্রাথমিকভাবে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।