সিলেট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সক্ষম হয়নি তারাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে।
২১ আগস্টে বৃষ্টির মতো গ্রেনেড ছুড়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই ১৫ ও ২১ আগস্টের কুশীলবরা এখনও চারদিকে ছড়িয়ে আছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, করোনার সাড়ে ৫ মাস। এই সময়ে দেশে মৃত্যুর হার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম। করোনা মোকাবিলায় সরকার সক্ষমতা দেখাতে না পারলে বাংলাদেশে ভারত-পাকিস্তানের চেয়ে বেশি মানুষ মারা যেত।
ড. হাছান মাহমুদ আরও বলেন, করোনাকালে সরকার দেশে ৮ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। নগদ ২৫০০ টাকা করেও দেওয়া হয়েছে। করোনাকালে অগ্রভাগের যোদ্ধা সাংবাদিকদেরও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে সবাইকে সহায়তা দিয়েছি। এটাই আওয়ামী লীগের মূলনীতি। এ ধরনের সহায়তা সার্কভুক্ত দেশগুলোর কোনো সরকার করেনি। করোনাকালেও শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে অর্থনীতির চাকা সচল রয়েছে। গত মাসের চেয়ে এ মাসে রফতানি আরও ১৩ শতাংশ বেড়েছে। এ কারণে বিশ্বের বুকে শেখ হাসিনাকে উন্নয়নের রোল মডেল আখ্যা দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, বঙ্গবন্ধু একটি দেশ দিয়েছেন। এ কারণে পুরো পৃথিবী মূল্যায়ন করে দেখেছে তিনি মহামানব।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, বিশ্ব পরিস্থিতি যখন টালমাটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় তখন করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের মানুষ যখন অসহায় তখন তিনি পাশে দাঁড়িয়েছেন। পোশাক শিল্পকে বাঁচাতে প্রণোদনা দিয়েছেন। প্রতি জেলায় জেলায় সাংবাদিকদের অর্থ সহায়তা দিয়েছেন। যখন কোনো রাষ্ট্র সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়নি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক যুলিয়া জেসমিন মিলি। সিলেট বিভাগের চার জেলার ১০৫ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সিলেট সফরকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন এবং বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এনইউ/এমজেএফ