ঢাকা: আওয়ামী লীগের প্রয়াত মহিলা বিষয়ক সম্পাদক নারীনেত্রী আইভী রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী সোমবার (২৪ আগস্ট)। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটি আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়। এই গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি (তৎকালিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য) জিল্লুর রহমানের সহধর্মীনি আইভী রহমান গুরুতর আহত হন।
এই গ্রেনেড হামলায় ঘটনাস্থলে ২৩ জন নিহত হন। পরে আইভী রহমানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হামলায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন।
সোমবার শহীদ আইভী রহমানের মৃত্যুবাষির্কী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন আওয়ামী লীগ। এ কর্মসূচিতে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
এসকে/ওএইচ/