ঢাকা: ২১ আগস্টের হত্যাকাণ্ড ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সড়ক পরিবহন শ্রমিকলীগ আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় তিনি একথা বলেন।
মো. হাবিবুর রহমান সিরাজ বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে খুনিরা মনে করেছিল এখানেই সব শেষ। সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় বেঁচে যান। খুননিরা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে আওয়ামী লীগের দায়িত্বভার নিলে খুনিরা অসংখ্যবার তাকে হত্যার চেষ্টা করেছে।
‘শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে দেওয়ার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। আমরা গণমানুষের নেতা মুক্তিযুদ্ধের সংগঠক আইভি রহমানসহ ২৩ জন নেতাকর্মীকে হারিয়েছি। ২১ আগস্টের হত্যাকাণ্ড ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতার অংশ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা মো. শাহাবুদ্দিন মিয়া, সিবিএ সভাপতি মো. মশিকুর রহমান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্ট এবং আইভি রহমানসহ ২১ আগস্টে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
আরকেআর/এএ