পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বিতর্কিতদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগের তীর জেলা ছাত্রদলের দিকে।
উপজেলা ও তৃণমূল ছাত্রদলসহ বিএনপি চাচ্ছে ভোটের মাধ্যমে কমিটি। আর এ দাবিতে গত ২১ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদকসহ সব ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের স্বাক্ষরিত একটি আবেদন জেলা ছাত্রদলের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় টিমের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচীব মো. হাফিজুর রহমান লায়েক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় কার্যক্রম জোরদার করতে দেশব্যাপী বিভিন্ন ইউনিট ছাত্রদলের নতুন কমিটি গঠনের কর্মসূচি নেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলসহ পদ প্রত্যাশীদের অভিযোগ, ওই উপজেলায় বর্তমানে ছাত্রদলের আহ্বায়ক কমিটি রয়েছে। কিন্তু জেলা ছাত্রদল মোটা অংকের টাকার বিনিময়ে তাদের পছন্দের লোকদের পদ দিতে আবারও উপজেলা বিএনপি, ছাত্রদল, তৃণমূল নেতাকর্মী ও পদ প্রত্যাশীদের ইচ্ছার বিরুদ্ধে আহ্বায়ক কমিটি দিতে চায়। কমিটিতে পদ পেতে জেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের টাকা দিয়ে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ, মাদক ব্যবসায়ী ও অছাত্রদের পদ দেওয়ার চেষ্টা চলছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেল বলেন, ‘উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটি সম্মেলনের মাধ্যমে করা হবে। ইতোমধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নির্দেশ পেলে কাউন্সিলের সব প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা সম্মেলনের আয়োজন করা সম্ভব। ’
তিনি বলেন, ‘তৃণমূলের ভোটে সম্মেলনের মাধ্যমে যোগ্যদের ওপর নেতৃত্ব দিয়ে কমিটি থেকে বিদায় নিতে চাই। ’
উপজেলার দীর্ঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কালা বিশ্বাস বলেন, ‘ভোটের মাধ্যমে যোগ্যদের আগামীর নেতৃত্বে দেখতে চাই। ’
জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন জেলার ছাত্রদলের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা ছাত্রদলের পদ প্রত্যাশী ৭/৮ জন চাচ্ছে আসন্ন কমিটির আহ্বায়ক কমিটি করে পরে তা গঠনের প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হোক। তবে উপজেলা বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে শিগগিরই একটি সিদ্ধান্ত পাওয়া যাবে এবং তা ছাত্রদলের ওই উপজেলা কমিটিকে জানিয়ে দেওয়া হবে। ’
জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তানজিদ হাসান শাওন বলেন, ‘জেলা কমিটি গঠনের পর থেকেই জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। প্রমাণসহ তাদের বিরুদ্ধে একাধিকবার কেন্দ্রের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এফএম