ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যা-ক্যু’র মধ্য দিয়ে জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন: নিখিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
হত্যা-ক্যু’র মধ্য দিয়ে জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন: নিখিল জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল

ঢাকা: হত্যা আর ক্যু’র মধ্য দিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, বিএনপি খুনি সন্ত্রাসীদের দল।

হত্যা আর ক্যু’র মধ্য দিয়ে দলটি খুনি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই খালেদা জিয়া ও তার দুর্নীতিবাজ পুত্র তারেক রহমান হত্যার রাজনীতিতে নিমজ্জিত। মানুষ হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিই বিএনপির আদর্শ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বৈরাচার বিরোধী আন্দোলনে মৃত্যুবরণকারী যুবলীগ নেতা শেখ বদির উদ্দিন বদুর ২৫তম মৃত্যুবার্ষিকীতে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন নিখিল। এরপর শহীদ শেখ বদির উদ্দিন বদুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন কবির মাজারে যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন নিখিল।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড—দুটি একই সূত্রে গাঁথা। বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্রের ভাবধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।