ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও বরেণ্য কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

শুক্রবার (২৮ আগস্ট) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, প্রয়াত রাহাত খান ছিলেন একজন আপাদমস্তক সাংবাদিক। গণমাধ্যমের প্রতি তার অনুপম অনুরাগ ছিল অনন্য উচ্চতায়। পেশার প্রতি সততা, নিষ্ঠা ও একাগ্রতার প্রতীক হয়ে থাকবেন রাহাত খান। তিনি সাংবাদিকতার পাশাপাশি বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রেখেছেন। একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসখ্য অর্জন প্রমাণ করে প্রয়াত রাহাত খানের মেধা ও যোগ্যতার।  

রাহাত খানের মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম ও বাংলা সাহিত্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়।

একইভাবে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।