ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি রোববার

ঢাকা: শূন্য হওয়া পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি। দলের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের কাছে রোববার (৩০ আগস্ট) দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে।


 
শনিবার (২৯ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শূন্য আসনের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই আসনে দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগামী ৩১ আগস্ট (সোমবার) দুপুর ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের উক্ত সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

ওই দিনই অর্থাৎ ৩১ আগস্ট সোমবার বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।