ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বের বুকে বাংলাদেশ হতো উন্নত দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বের বুকে বাংলাদেশ হতো উন্নত দেশ বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বের বুকে বাংলাদেশ হতো উন্নত দেশ: পলক

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দলের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে জীবনে ধারণ করতে হবে। তিনি বেঁচে থাকলে বিশ্বের বুকে বাংলাদেশ হতো উন্নত দেশ ।

কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি হায়েনার দল।  

তিনি যদি ১০ বছর দেশ চালাতে পারতেন তাহলে দেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারতেন। অথচ মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছিলেন। কিন্তু হায়েনারা তা হতে দেয়নি।  

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫ টার দিকে নাটোরের সিংড়া পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকে মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করেছেন। বৃষ্টিতে নিজে ভিজে বন্ধুকে ছাতা দান, ক্ষুধার্তকে অন্ন দান করেছেন।

ফাঁসির কাষ্ঠে গিয়ে দেশ এবং জনগনকে তিনি ভুলে যাননি। তিনি ১ দিনে ৩৬ হাজার প্রাইমারী স্কুলকে সরকারিকরণ করেছিলেন। কৃষকদের জমি দান করেছিলেন। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে নয়, দেশকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। দীর্ঘ ৩৭ বছর যারা দেশকে শোষন করেছে তারা উন্নয়ন করেনি। অতিথি পাখির মতো তারা এসেছে এবং জনগনকে ধোঁকা দিয়েছে।  

প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৯৯ সালে জননেত্রী শেখ হাসিনা সিংড়াকে পৌরসভা উপহার দিয়েছিলেন। দীর্ঘ ১৪ বছর বিএনপি নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা উন্নয়ন করেনি। জনগনকে ধোঁকা দিয়েছে। বিগত সাড়ে ৪ বছরে আওয়ামীলীগের মেয়র জান্নাতুল ফেরদৌস ব্যাপক উন্নয়ন করেছে। সিংড়া পৌরসভা সচ্ছতার সঙ্গে পরিচালনা হচ্ছে, কোনো অনিয়ম নাই, দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন করেছেন। করোনার দু:সময়ে সে পৌরবাসির পাশে দাঁড়িয়েছে।  

তিনি আরো বলেন, নির্বাচন আসলে একটি মহল অপপ্রচার করে, অপপ্রচারে কান দিবেন না। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে মসজিদে আযান বন্ধ হবে, মাথায় টুপি থাকবে না। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে মসজিদের আযান বন্ধ হয়নি, মাথায় টুপি কারো খুলতে হয়নি। আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না, ইনশাল্লাহ।  

সিংড়া পৌরসভা ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সিংড়া  গোলই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল,  সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সৈকত, পৌর আওয়ামী লীগেরসহ সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শাহজাহান আলীর পুত্র সরফরাজ নেওয়াজ বাবু প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পুজা উদযাপন কমিটির সভাপতি গোপাল বিহারী দাস, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক গোলাম জাকারিয়া মিঠু, জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান আন্জুমানসহ কাউনসিলরবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।