ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাটকল বন্ধ করা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
পাটকল বন্ধ করা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: মেনন

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণে পাটকল বন্ধ করাকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পাটকল শ্রমিকদের আয়োজিত মানববন্ধনে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, করোনা সংক্রমণে মানুষ যখন উদ্বাস্তু তখন রাষ্ট্রায়ত্ত খাতের পাটকল বন্ধ করা দেওয়া ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে এসেছে। এতে কেবল পঞ্চাশ হাজার শ্রমিক কর্মচারী কর্মহীনই হয়নি, তাদের পরিবার পরিজন অসহায় অবস্থায় পড়েছে। আদমজীর শ্রমিকদের মতো এদের অনেকেরই মরা ছাড়া কোনো উপায় থাকবে না। অন্যদিকে জাতি হারাবে ক্রমবর্ধিষ্ণু বিশ্ব পাটপণ্যের বাজার। রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই পাটকলগুলোকে লাভজনক করার জন্য স্কপের প্রস্তাব ছিল, সরকার তা নিয়ে আলোচনাও করল না। ব্যক্তি উদ্যোক্তারা এখন পিপিপি নয়, এসব পাটকল ৯৯ বছরের জন্য ইজারা চাচ্ছেন। বিএনপি সরকার যা করতে পারেনি, এখন সেটাই বাস্তবায়ন হচ্ছে।

মানববন্ধনে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- বন্ধ পাটকল খুলে দেওয়া, শ্রমিক-কর্মচারী বকেয়া পরিশোধ, রাষ্ট্রায়ত্ত খাতে রেখেই পাটকলগুলো আধুনিকায়ন, স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, করোনায় কর্মহীন অপ্রাতিষ্ঠানিক শ্রমজীবী মানুষকে আরও ছয় মাস সহায়তা দেওয়া।

মানববন্ধনের শুরুতে ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি জননেতা কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড তাপস দাস, শ্রমিকনেতা তপন সাহা প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির মহানগর নেতা জাহাঙ্গীর আলম ফজলু, শ্রমিক নেত্রী মুশির্দা আখতার নাহার, কাজী মাহমুদুল হক সেনা, শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন, তাপস কুমার রায়, শ্রমিক নেত্রী মমতাজ বেগম, ওমর ফারুক সুমন, মামুন মোল্লা, অতুলন দাস আলো প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
এসএইচএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।