ঢাকা: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে দেশের বিশিষ্ট শিল্পপতি, ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ নেতা মো. হারুন-উর-রশীদকে চাইছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। আসনটিতে নৌকার বিজয় নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসা এ ব্যবসায়ী নেতাকে এবার মূল্যায়ন করার দাবি তাদের।
ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এবার চলছে উপ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। এরইমধ্যে আলোচনার শীর্ষে হারুন-উর-রশীদের নাম। তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্থানীয় লোকজন জানিয়েছে, হাবিবুর রহমান মোল্লার অবর্তমানে আসনটির রাজনীতিতে নানা পরিবর্তনের আভাস ফুটে উঠেছে। অভ্যন্তরীণ কোন্দলের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় এই আসন এলাকায় দলকে সুসংগঠিত করতে হারুন-উর-রশীদকে মনোনয়ন দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে বলে অনেকের মত। জনপ্রিয়তার বিচারেও পরিশ্রমী, সহজ-সরল, বিনয়ী ও মিষ্টভাষী এবং মিশুক হারুন-উর-রশীদ এগিয়ে রয়েছেন বলে স্থানীয় লোকজনের মত।
হারুন-উর-রশীদ এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব এবং গুলশান প্রেসক্লাবের সভাপতি। তার জন্ম মুন্সিগঞ্জের লৌহজংয়ে। ব্যক্তিগত জীবনে চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড় এবং আট সন্তানের বাবা। ১৯৭৪ সাল থেকে রাজধানীর যাত্রাবাড়ীতে স্থায়ীভাবে বসবাস করছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রমে তার সরব উপস্থিতি দেখা যায়।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি হারুন-উর-রশীদ নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সংগঠনেরও। সদস্যদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে টানা ছয় মেয়াদে পরিচালকের দায়িত্ব পালন করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই)। এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন।
রপ্তানিতে বিশেষ অবদানের জন্য সাফল্যের মুকুট পরেছেন মাথায়। টানা ১৭ বার নির্বাচিত হয়েছেন কমার্সিয়াল ইম্পটেন্ট পারসন (সিআইপি)। বস্ত্র রপ্তানি খাতেও পুরস্কার পেয়েছেন ১৬ বার। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য, বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্স মিলস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ টুইস্টিং মিলস অ্যাসোসিয়েশনের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি।
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স- অ্যাটকোর পরিচালক এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টাও তিনি। হারুন-উর-রশীদ বহু শিক্ষাপ্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্যও তিনি।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
টিএ