ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি, মুক্তিযুদ্ধের চেতনারই বিরোধিতা: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি, মুক্তিযুদ্ধের চেতনারই বিরোধিতা: মেনন রাশেদ খান মেনন

বরিশাল:  সাম্প্রতিক কালে ভাস্কর্য নিয়ে হেফাজত এবং জামাতিদের বক্তব্য শুধুমাত্র ভাস্কর্যের বিরোধিতা হিসেবে দেখলে চলবে না, তাদের এই বিরোধিতা মূলত আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা বিরোধী  বলে উল্লেখ করেছেন রাশেদ খান মেনন এমপি।

তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছে, তার মধ্য  দিয়ে যুদ্ধাপরাধী জামাত নেতাদের মৃত্যুদণ্ড এবং শাস্তির বিষয়টি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানানোর অবলম্বনই খুঁজেছে।

সাম্প্রতিককালে  ব্রিটিশ দলিলে প্রকাশিত ১৫ আগস্ট এর খুনি কর্নেল  ফারুকের উক্তি_ বঙ্গবন্ধু ৭২ এর সংবিধানে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করায় তাকে খুন করেছি যেটা সামগ্রিক ষড়যন্ত্রের অংশ।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন,ধর্মবাদী রাজনীতির সঙ্গে সমঝোতা করলে পরিণতি যে শুভ হয় না, বঙ্গবন্ধুর ভাস্কর্য ফেলে ভেঙে ফেলার হুমকি তার প্রমাণ। ওয়ার্কার্স পার্টিসহ সকল অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি নজরুল হক নিলু, জেলা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা সাধারণ সম্পাদক টিপু সুলতান।
আলোচনায় অংশ গ্রহণ করেন মোজাম্মেল হক ফিরোজ, অধ্যাপক গোলাম হোসেন, ফাইজুল হক বালি ফারাহিন, গফুর  মোল্লা, দিলীপ রাজা ও এইচ এম হারুন প্রমূখ।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।