ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিইসি আত্মা বিক্রি করে দিয়েছেন: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
সিইসি আত্মা বিক্রি করে দিয়েছেন: রিজভী জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘কাপড় বিক্রেতা শাড়ি-লুঙ্গি বিক্রি করে, সবজি বিক্রেতা আলু-টমেটো-বেগুন বিক্রি করে। আর আমাদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা শেখ হাসিনার কাছে আত্মা বিক্রি করেছেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর সব প্রার্থী জানিয়েছেন, আগের রাতে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ঢুকছে, দুর্বত্তরা ঢুকছে। এসব ঘটনা নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। তিনি কত বড় নির্লজ্জ আত্মা বিক্রিকারী, ৩১ ডিসেম্বর বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। ’

সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যে লোক খারাপ, সে সবদিক দিয়ে খারাপ। যে আত্মা বিক্রি করতে পারে, যার আত্মা নেই, যে সত্য কথা বলতে পারে না, সে টাকাও চুরি করতে পারে। তার কমিশনের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেছেন দেশের ৪০ জন বুদ্ধিজীবী। এটা তিনি পাত্তাই দেননি। কারণ তার ক্ষমতা দরকার। আর শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার জন্য এরকম নির্বাচন কমিশন দরকার। ’

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যুবদল মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।