ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১ নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

নড়াইল: নড়াইলের লাহুড়িয়ায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এত কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লাহুড়িয়া মোল্যাপাড়ায় মহিব উল্লাহ মোল্যার বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন গ্রুপের লোকেরা জড়ো হয়। এ সময় বর্তমান চেয়ারম্যান কামরান সিকদারের লোকেরা তাদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে কামরান সিকদার গ্রুপের- আজিজার, মিরাজুল ইসলাম, মুজাহিদ মোল্যা ও তারিক শেখ আহত হয়। অপরপক্ষে- দাউদ হোসেন গ্রুপের রিপন শেখ, রাজ্জাক মোল্যা, মাফুজুর শেখ, তোফায়েল শেখ, খলিলুরর রহমান, তানহাসহ কয়েকজন আহত হয়।

আহতদের মধ্যে ৬ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় নড়াইল সদর হাসপাতাল থেকে এক জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

এছাড়া মহিবুল্লাহ কোনো পক্ষে না যাওয়ায় তাকে বাড়িতে পেয়ে দাউদ হোসেন গ্রুপের লোকেরা কুপিয়েছে বলে জানা গেছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান মুক্ত বাংলানিউজকে বলেন, আহতদের ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে পশ্চিম পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।