ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

রাজনীতি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বান্দরবানের ডিসিকে স্মারকলিপি দিল বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বান্দরবানের ডিসিকে স্মারকলিপি দিল বিএনপি

বান্দরবান: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে বান্দরবান জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির হাতে স্মারকলিপি দেন দলটির নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জামান, সদস্য সচিব চনুমং, জেলা মহিলা দলের সভাপতি নিরুতাজ বেগমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বর্তমান বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেছে উল্লেখ করার পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের দাম বাড়ানোর কথা উল্লেখ করা হয়। চৈত্রের তীব্র রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়ে সাধারণ জনগণের কষ্ট আরও বেড়েছে।

দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।