ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সিলেট জেলা জাপায় কুনু-খালেদ, মহানগরের নেতৃত্বে বাবুল-বশির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
সিলেট জেলা জাপায় কুনু-খালেদ, মহানগরের নেতৃত্বে বাবুল-বশির

সিলেট: সম্মেলনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্র। জাপা চেয়ারম্যান জিএম কাদের এমপি নতুন কমিটি ঘোষণা করেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে সম্মেলন প্রস্তুতির জন্য আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান।

সিলেট জেলা কমিটিতে মো. কুনু মিয়াকে  আহ্বায়ক ও পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদকে সদস্য সচিব করা হয়েছে।

পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম বাবুলকে মহানগরে আহ্বায়ক ও  সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল শহীদ লস্কর বশিরকে সদস্য সচিব করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে-এর মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন পূর্বক কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এনইউ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।