ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

রাজনীতি

একই মাঠে ছাত্রলীগ-যুবদলের কর্মসূচি, ১৪৪ ধারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মে ৩০, ২০২২
একই মাঠে ছাত্রলীগ-যুবদলের কর্মসূচি, ১৪৪ ধারা 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁয়ে একই মাঠে দুই দলের কর্মসূচি থাকায়  আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার (৩০ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাট ঈদগাঁ মাঠ যুবদল-ছাত্রলীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. শামসুজ্জোহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৩০ মে দানার হাট ঈদগাঁ মাঠে সম্মেলনের ডাক দেয় ইউনিয়ন যুবদল। একই স্থানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থানের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ওই মাঠসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।  

এছাড়া শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  

যুবদল নেতারা বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেখানেই কর্মসূচি করতে যাই, সেখানেই বাধা আসে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।