রাজশাহী: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ইসলামের কল্যাণে এই সরকার অনেক কাজ করেছে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরীর উপশহরে থাকা মারকাজ মসজিদে তাবলীগ জামাতের জোর উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ইসলামের আকিদা ও বিভিন্ন যে দিকগুলো রয়েছে, সেগুলোর প্রতি অত্যন্ত যত্নশীল। যখন যেখানে কোনো সংকট হয়, তখন তিনি সেগুলো সমাধানের জন্য এগিয়ে এসেছেন। কওমি মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল- দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রির সমমান দেওয়ার। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। ফলে লাখ লাখ কওমি মাদ্রাসার যে ছাত্র আছেন, তারা সরকারি যেকোনো চাকরিতে আবেদন করতে পারেন। বর্তমান সরকার সারাদেশে অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে। এর মধ্যে রাজশাহীর উপশহরে একটি ও হেতেমখাঁ বড় মসজিদের জায়গায় একটি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় জেলা প্রশাসকের মাধ্যমে সহযোগিতা করা হয়।
তিনি বলেন, মুসলমানদের মধ্যে রাজশাহীতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
রাজশাহীতে আলেম-উলামাদের কল্যাণে উলাম কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করা হয়েছে। আমি প্রতি বছর দুই ঈদে রাজশাহী মহানগরীর সকল মসজিদের ইমাম, মোয়াজ্জিম, খাদেমদের শুভেচ্ছা ভাতা দেই। আপনারা জানেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছর খানেক আগে থেকে সারা দেশের সকল মসজিদের ইমামদের মাসিক কোনো সম্মানী ভাতা দেওয়া যায় কিনা, সে বিষয়ে চেষ্টা করছেন।
এদিকে, তাবলীগ জামাতের জোর উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আলেম-উলামা ও ইমামরা মারকাজ মসজিদে জড়ো হয়েছেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাটাখালির জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন মাহমুদ।
এ সময় রাজশাহী উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গণি ও সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এসএস/এসআইএস