ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকারকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের না: গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
সরকারকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের না: গয়েশ্বর বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায় | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সরকারকে রক্ষার দায়িত্ব প্রশাসনের লোকদের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘যারা প্রশাসনের আছেন সরকারের অংশীদার অথবা এই লুটপাটের অংশীদার অথবা কিছু পাইছেন তাদের বলব, আপনাদের চাকরি যাবে না। এখন থেকে সরকারের কোনো কাজে আপনারা যাবেন না। আপনার যেটা স্বাভাবিক দায়িত্ব সেই স্বাভাবিক কাজটা করেন। ’

তিনি বলেন, সরকার রক্ষা করার দায়িত্ব প্র্রশাসনের পোশাকধারী অথবা পোশাক ছাড়া যেই হোন না কেন এখনো সময় আছে জনগণের পক্ষে আসুন। আপনাদের চাকরি আপনারাই করেন, আমরা কেউ ওখানে চাকরি করতে যাবো না। কিন্তু যে সরকারকে জনগণ চায় না, সেই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যারা কাজ করবেন, সে যেই হোক তাকে ছাড় দেওয়ার সুযোগ থাকবে না। ’

সরকার পতনের সকল বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সবাই আমরা একটা জায়গায় আসছি। আজকে সবাইকে মিলে দেশটা উদ্ধার করতে হবে, আবার সবাই মিলে রাষ্ট্রকে মেরামত করতে হবে। আসুন সর্বপ্রথম আমরা একটা জায়গায় আসি সরকারটাকে হটানো একটা সুষ্ঠু নির্বাচন আদায় করার ক্ষেত্রে। আর নয়, এনাফ ইজ এনাফ—এই সরকারকে বিদায় করতে হবে। ’

আলোচনা সভায় বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চিত্র তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও ইশতিয়াক আহমেদ বাবুল ও সহিদ হাসান মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির মনিরুল হক চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ওলামা দলের শাহ মোহাম্মদ নেসারুল হক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।