ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

শাওনের মৃত্যু দুঃশাসনের বিরুদ্ধে নেতাকর্মীদের বলীয়ান করবে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
শাওনের মৃত্যু দুঃশাসনের বিরুদ্ধে নেতাকর্মীদের বলীয়ান করবে: ফখরুল

ঢাকা: যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের মৃত্যুর মাধ্যমে যে ইতিহাস রচনা করলো তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত শাওন ঢামেকে মারা যাওয়ার পর রাতে এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের মৃত্যুতে শোক প্রকাশের ভাষা আমি হারিয়ে ফেলেছি। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী শহীদুল ইসলাম শাওন বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের মাধ্যমে যে ইতিহাস রচনা করলো তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, মরহুম শহীদুল ইসলাম শাওন ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেও দেশবাসীর হৃদয় থেকে কোনোদিনও বিস্মৃত হবে না। আওয়ামী সরকারের সব অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে অসম সাহসী এ যুবদল নেতাকে দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আজ্ঞাবাহী পুলিশ বাহিনী সরকারকে টিকিয়ে রাখতে বিএনপির যেকোনো কর্মসূচিতে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ছে, নেতাকর্মীদেরকে গুরুতর আহত করছে, প্রাণ কেড়ে নিচ্ছে। পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলেই সরকার এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন।
 
তিনি বলেন, আমি শহীদুল ইসলাম শাওনের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বিকেলে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যুবদল নেতা শাওন গুরুতর আহত হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এমএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।