ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মহিলা দলের দুই নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
মহিলা দলের দুই নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা: সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য ইতোপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি হোসনে আরা হেনা ও কামরাঙ্গীরচর থানা শাখার সাধারণ সম্পাদক সেতারা বেগমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেছেন যে, এখন থেকে হোসনে আরা হেনা ও সেতারা বেগম সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে মনেপ্রাণে কাজ করবেন।
 
মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সোমবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।