ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘মদিনা সনদে দেশ চালানোর ওয়াদা ছিল ধোকা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
‘মদিনা সনদে দেশ চালানোর ওয়াদা ছিল ধোকা’

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী নীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছে না। বিনা ভোটের বর্তমান সরকারও ২০০৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল ক্ষমতায় গেলে মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবে।

কিন্তু তাদের সেই ওয়াদা ধোকায় পরিণত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন সম্ভব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মদিনা সনদে দেশ চালানোর ওয়াদা ছিল ধোকা। ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ায় দেশ এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এ অবস্থায় একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। আগামী নির্বাচনে একজন আল্লাহ ভীরু নেতা নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্ব ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন সৌদী আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি আলহাজ জাহাঙ্গীর আলম, সৈয়দ ওমর ফারুক, মাওলানা এইচএম সাইফুল ইসলাম, মুফতী মাসরুর আহমদ তাসফিন, আলহাজ নজরুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া, হাফেজ ওবায়দুল্লাহ বরকত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এমএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।