ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

১২শ‘ মেগাওয়াটের নতুন আটটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন

এমএকে জিলানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
১২শ‘ মেগাওয়াটের নতুন আটটি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন

ঢাকা: দ্রুত বিদ্যুৎ সঙ্কট (ফাস্ট ট্র্যাক) নিরসনে রোববার আরও আটটি নতুন বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনের অনুমতি দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আটটি কেন্দ্র থেকে মোট ১২’শ ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

এর মধ্যে পাঁচটি কুইক রেন্টাল এবং তিনটি আইপিপি (ইন্ডিভিজুয়াল পাওয়ার প্রডাকশন) ধরনের বিদ্যুৎ কেন্দ্র।

কুইক রেন্টালের পাঁচটি কেন্দ্রের মধ্যে তিনটি হচ্ছে, নরসিংদির ঘোড়াশালে তিন বছর মেয়াদি ৯৯ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাসভিত্তিক, নারায়নগঞ্জের মেঘনাঘাটে অথবা দেশের যে কোনো উপযুক্ত স্থানে তিন বছর মেয়াদি ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাই ফুয়েল (৭২ শতাংশ গ্যাস ও ২৮ শতাংশ ডিজেল) ভিত্তিক, চাঁদপুর, রবিশাল কিংবা দেশের অন্য কোন উপযুক্ত স্থানে পাঁচ বছর মেয়াদি ৯০ মেগাওয়াটের ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

বাকি দু’টি কুইক রেন্টাল কেন্দ্র হচ্ছে, ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে ৫৩ এবং ৪৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

বৈঠকে অনুমোদন দেওয়া তিনটি আইপিপি প্ল্যান্ট হচ্ছে, মেঘনাঘাটে ২২ বছর মেয়াদি ৩৩৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডুয়েল-ফুয়েল বিদ্যুৎ কেন্দ্র। সিলেটে ২২ বছর মেয়াদি ৩৪১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া উপযুক্ত স্থানে ২২ বছর মেয়াদি ২১৬ দশমিক ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র ।

কমিটির আহবায়ক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব নুরুল করিম বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা যায়, ইকিউ ক্যাপিটাল এনার্জি নামক প্রতিষ্ঠান আশুগঞ্জে গ্যাস ভিত্তিক বার্জ মাউন্টেড রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এতে বিদ্যুৎ- এর মূল্য দাড়াবে প্রতি কিলোওয়াট ঘণ্টা সাড়ে চার টাকা। চার বছরে উৎপাদনকারি প্রতিষ্ঠান ইকিউ ক্যাপিটাল এনার্জিকে ৫৮০ কোটি টাকা পরিশোধ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এপিআর এনার্জি মেঘনাঘাট, নারায়নগঞ্জে অথবা দেশের যে কোনো উপযুক্ত স্থানে তিন বছর মেয়াদি ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এতে সরকারের ব্যয় হবে ৮১০ কোটি টাকা।

উইনটারা আইএনসি ঘোড়াশাল, নরসিংদীতে তিন বছর মেয়াদি ৯৯ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এতে ওই প্রতিষ্ঠানকে তিন বছরে প্রায় ৮৭৬ কোটি টাকা পরিশোধ করবে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ।

কেমব্রিজ এনার্জি ওয়েস্ট ম্যানেজম্যান্ট চাঁদপুর, রবিশাল কিংবা দেশের অন্য কোন উপযুক্ত স্থানে ৫ বছর মেয়াদী ফার্নেস ওয়েল ভিত্তিক ৯০ মেগাওয়াটের একটি কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৫২৩ কোটি টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৭ দশমিক ৬৫ টাকা।

একইভাবে ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি আশুগঞ্জে ৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৪ দশমিক ৪৫ টাকা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।