ঢাকা: দুর্নীতি, লুটপাট, অদক্ষতা ও অস্বচ্ছ নীতির কারণে তেলভিত্তিক রেন্টাল-কুইক রেন্টালে উৎপাদিত বিদ্যুৎ বেশি দামে কিনতে হচ্ছে। বিগত ৫ বছরে সরকার ৩৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, দাম সমন্বয়ের নামে নিম্ন ও মধ্যবিত্তের জন্য প্রতি ইউনিট ১.৫০ পয়সা আর বিত্তশালীদের জন্য প্রতি ইউনিটে .০২ পয়সা বৃদ্ধির প্রস্তাব কি জনগণের সরকার হতে পারে? কৃষকের সেচ পাম্পের বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ১.৫০ পয়সা বাড়ানো কি কৃষকবান্ধব সরকারের কাজ?।
তাই বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ এম এম আকাশ, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৩