শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি সুইচ টিপে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অফিস, বহুতল ভবন, ৪ টি ৩৩/১ কেভি ২০ এমিভিএ উপকেন্দ্রের ভিত্তি প্রস্তর ও একটি উপকেন্দ্রের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এজন্য প্রায় ২ কোটি মিটার প্রয়োজন। ইতোমধ্যে কেরানীগঞ্জে ৫ হাজার মিটার দেয়া হয়েছে আরো ৫৩ হাজার দেওয়া হবে।
তিনি আরো বলেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা হবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর বোর্ড সভাপতি মো. শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন-কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীন ও জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু।
উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী ও তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৭
আরএ