বিচারপতি বদরুল হকের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
এ কে বদরুল হক

এ কে বদরুল হক

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এ কে বদরুল হকের(বাচ্চু) জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

বনানী কবরাস্থনে তাকে দাফন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিচারপতি বদরুল হকের বড় ছেলে ব্যারিস্টার এ কে রাশেদুল হক।

গত রোববার ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় বিচারপতি বদরুল হক ইন্তেকাল করেন।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন,  আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হক, বিচারপতি বজলুর রহমান, নিজামুল হক নাসিম, এম ইনায়েতুর রহিম, কাজী ইজারুল হক আকন্দ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যটর্নি জেনারেল এম কে রহমান প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. মশিউর রহমান, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, সাধারণ সম্পাদক হাসান তারিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, ইউসুফ হোসেন হুমায়ুন প্রমূখ।

উল্লেখ্য, বিচারপতি বদরুল হক ১৯৪১ সালের ২৬ সেপ্টেম্বর পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ ও এম এ ডিগ্রি লাভ করেন। এছাড়াও একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিও অর্জন করেন তিনি।

১৯৭০ সালের জুলাই মাসে তিনি পূর্ব পাকিস্তান বার কাউন্সিলের সদস্য হন। ১৯৭৬ সালে হাইকোর্টে এবং ১৯৮৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

১৯৯৬ সালের ১ জুন হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান তিনি। ২০০৮ সালে এ পদ থেকে অব্যাহতি নেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


সম্পাদক : লুৎফর রহমান হিমেল

ফোন: +৮৮০ ২ ৮৪৩ ২১৮১, +৮৮০ ২ ৮৪৩ ২১৮২ আই.পি. ফোন: +৮৮০ ৯৬১ ২১২ ৩১৩১ নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৬, +৮৮০ ১৭২ ৯০৭ ৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪৩ ২৩৪৬
ইমেইল: [email protected] সম্পাদক ইমেইল: [email protected]
Marketing Department: +880 961 212 3131 Extension: 3039 E-mail: [email protected]

কপিরাইট © 2006-2025 banglanews24.com | একটি ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) প্রতিষ্ঠান