ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

গোলাম সারওয়ারকে হুমকি : মালদ্বীপ জিয়া ব্রিগেডের প্রতিবাদ সভা

মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
গোলাম সারওয়ারকে হুমকি : মালদ্বীপ জিয়া ব্রিগেডের প্রতিবাদ সভা

দৈনিক সমকালের গোলাম সারওয়ারকে হুমকির প্রতিবাদে মালদ্বীপ জিয়া ব্রিগেড মঙ্গলবার এক তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে।

সভায় বক্তারা বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজের ব্যাপারে বহুল প্রচারিত দৈনিক সমকালে বিশেষ সংবাদ প্রতিবেদন হলে একদিকে সরকারের পক্ষ থেকে প্রেসনোট প্রকাশ, অন্যদিকে সম্পাদক গোলাম সারাওয়ারকে হুমকিতে প্রমাণিত হয় যে, স্বৈরাচারী বাকশালী সরকারের পেটোয়া ও গুণ্ডাবাহিনী জাতীয়তাবাদী লড়াকু সৈনিক এম ইলিয়াস আলীকে গুম করেছে।



বক্তারা বলেন, সাংবদিকরা জাতির বিবেক। সরকার যদি তাদেরই নিরাপদ দিতে ব্যর্থ হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার দরকার নাই। আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। ’

বক্তারা বিগত মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের অপকর্মের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের জাতীয়তাবাদী শক্তি নিশ্চিহ্নের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করার জন্য গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ বিশ্ব বিবেকের সত্ত্বর সক্রিয় হস্তক্ষেপের আহ্বান জানান।

বক্তারা ভারতীয় সেবাদাসদের গৃহীত নীল নকশার অধীনে অপহরণ, গুম, খুনসহ দেশের সার্বভৌমত্ব বিরোধী ট্রানজিট প্রদান, টিপাইমুখ বাঁধ নির্মাণসহ সকল দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে দেশ-বিদেশের সকল দেশপ্রেমিক বাংলাদেশি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মো: জহিরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ জিয়া ব্রিগেডের সভাপ্রতি মো: মাসুম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া ব্রিগেডের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: এমরান হোসেন তালুকদার, সংগঠনের সহ-সভাপতি ডা. তরিকুল হাসান পলাশ, মো: মেহের আলী রানা,  মো: এনামুল হক শরিফ, মো: ফয়সাল, মো: রবিউল আলম মো: ওয়াদুদ, মো: খায়ের।

আরো উপস্থিত ছিলেন মীর মো: হানিফ, মো: মোশারফ হোসেন, জিয়াউর রহমান, মো: রোবেল, মো: খলিলুর রহমান, সবুজ, মো: মহিনউদ্দিন, মো: সুজন, মো: রবিন, মো: কাউছার, আমিরুল ইসলাম, মো: মানিক, মো: কবির, মো: সাইফুল ইসলাম, মো: আক্কাসুজ্জামান, মো: হানিফ, মো: শহিন, মো: এনামুল কবির, মো: পাবেল, মো: সফিক, মো: সেলিম, মো: হেলাল উদ্দিন, মো: তুহিন, মো: ইসমাইল, মো: মাসুম, মো: মনির, মো: আবু তাহের প্রমুখ।
 
বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad