ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

প্রবাসে বাংলাদেশ

দেশ ফাউন্ডেশনের ‘ব্রিটিশ-বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
দেশ ফাউন্ডেশনের ‘ব্রিটিশ-বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’

ঢাকা: ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীদের সম্মান জানাতে দেশ ফাউন্ডেশন ‘ব্রিটিশ-বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

আগামী বছরের মার্চে সংগঠনের পক্ষ থেকে সফল ব্যবসায়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।



গত সোমবার (২৪ নভেম্বর) ওল্ডহ্যামের ব্লু টিফিন রেস্টুরেন্টে এর প্রথম রোড শো অনুষ্ঠিত হয়।

তানজিলা আলীর উপস্থাপনায় ও দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহ উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘ব্রিটিশ-বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ সম্পর্কিত সকল তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহ উর রহমান, ভাইস চেয়ারম্যান সৈয়দ নাসির আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর শামীম চৌধুরী, ‘ব্রিটিশ-বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ এর মিডিয়া পার্টনার বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুর মালিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশ ফাউন্ডেশনের প্রেস কো-অর্ডিনেটর জি এম লিমন, অনলাইন কো-অর্ডিনেটর নিটল আহমেদ, ইভেন্ট কো-অর্ডিনেটর মাহদী চৌধুরী।

এছাড়াও ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ড. শাহ নেওয়াজ, জি এম চৌধুরী মভি, রওনক চৌধুরী, কাউন্সিলর এদু মিয়া, কাউন্সিলর ফিরোজ আহমেদ, কাউন্সিলর ফজলুল হক, কাউন্সিলর শেফালী ফারুক, মোহাম্মেদ শাহাজাহান, মিজানুর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মেদ মুজাহিদ, মুহিবুর রহমান, মশিউর রহমান মুসা, জামাল উদ্দিন, সেতু চৌধুরী, এইচ শিবলী, মুরাদ চৌধুরী, নজরুল ইসলাম, আমিন বাবর চৌধুরী, মাসুম মিয়া, গোলাম আহমেদ, মোহাম্মেদ সুলেমান, মুহিব উল্লাহ, তাজউদ্দিন, আতিকুর রহমান লিটন, জুনেদ আহমেদ ববি, সেলিম উদ্দিন, আবু ইউসুফ, ফয়সল আহমেদ, নুরুল ইসলাম সোহাগ, নুরুজ্জামান, এম এ আজাদ, পলাশ আহমেদ, জিয়াউর রহমান, তৈয়ব আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad