ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ব্যুমন্ট স্ট্রিট কার্নিভালে সাংস্কৃতিক উৎসব

ড. আবুল হাসনাৎ মিল্টন, নিউক্যাসল থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
ব্যুমন্ট স্ট্রিট কার্নিভালে সাংস্কৃতিক উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউক্যাসেলের ব্যুমন্ট স্ট্রিটে দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) উৎসবে নিউক্যাসেল বাংলাদেশি কমিউনিটির (এনবিসি) মানুষরাও অংশ নেন।



নাজমা ইসলামের নির্দেশনায় ও ফারিবা মাহনাজের উপস্থাপনায় এনবিসির পক্ষ থেকে উৎসবে ফ্যাশন শো ছিল মনোমুগ্ধকর।

ফ্যাশন শো’তে বিদেশ বিভূঁইয়ে বাংলাদেশকে তুলে ধরা হয়। এতে পারফর্ম করেন নিহান, তামজিদ, ইশাব, আদৃতা, রিওনা, জারা, নিহা, সাম্য, রীতি, শিনাজ, নুহা, তানিস্কা, শুভ, বর্ষা, হ্যাপি, খায়রুল, শারমিন, সাদমান, উজ্জ্বল ও টুম্পা।

অনুষ্ঠানে যৌথ নৃত্য পরিবেশন দর্শকদের নজর কাড়েন আসমান এবং আদনান।

এ সময় অতিথিদের বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়।

উৎসবে গ্রিস, ইন্দোনেশিয়া, ভারত, আফ্রিকাসহ বিভিন্ন  দেশের অভিবাসীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কমিউনিটির পক্ষে অধ্যাপক জামিল খান, ড. আবুল হাসনাৎ মিল্টন, ডা. ফখরুল ইসলাম, ড. আখতারুজ্জামান, সেঁজুতি খান, ড. মাহমুদুর রহমান পল্লব, ফজলে রাব্বী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।