ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জয়কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ডেনমার্কে সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জয়কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ডেনমার্কে সভা

কোপেনহেগেন: প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে সভা করেছে ডেনমার্ক আওয়ামী লীগ।

শনিবার (২২ এপ্রিল) ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

প্রতিবাদ সভায় আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন বলেন, এফবিআই’র তদন্তে উঠে এসেছে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের আগামী নেতৃত্বের দাবিদার হওয়ায় তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি হুমকির মুখে ফেলতে চেয়েছিলো অভিযুক্তরা।

সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া বলেন, প্রকাশ্য রাজনীতিতে সফল না হয়ে অন্ধকার পথ বেছে নিয়েছিলো ষড়যন্ত্রকারীরা। যারা ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের বিরোধীতা করছে, তারাও সমান অপরাধী।

এসময় আরও বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ খালেক, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুইয়া, দফতর সম্পাদক হিল্লোল বড়ুয়া প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাস, জাহাঙ্গীর আলম, মানজুর লিমন, বোরহান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, কবির আহমেদ, কাওসার আহমেদ সুমন, আমির হোসেন, রেজাউল করিম, ফাহমিদ আল মাহিদ, অভিজিত দাস, আব্দুল্লাহ আল জাহিদ, তায়মুল শোয়েব, ডেনমার্ক যুবলীগের সভাপতি জামিল আখতার কামরুল ও ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিরু, ফয়সাল আহমেদ, মাহফুজুর রহমান, কিশোর দেবনাথ, নিরব হালদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।