ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কানাডার সাসকাটুনে বাংলা নববর্ষ উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ৪, ২০১৬
কানাডার সাসকাটুনে বাংলা নববর্ষ উদযাপন

ঢাকা: কানাডার সাস্কাচোওয়ান প্রদেশের সাসকাটুনে বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপিত হয়েছে।

গত শনিবার (৩০ এপ্রিল) সাসকাটুন ব্যাথলহাম ক্যাথলিক হাই স্কুলে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচোওয়ানের (বিকাশ) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে।

বুধবার (৪ মে) অমিত কুমার উকিলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাসকাটুন সিটি মেয়র ডন অ্যাচিসন। এরপর বক্তব্য রাখেন- বিকাশ সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাসকাটুন ওয়েস্ট’র এমপি শ্যারি ব্যানসন।

‘এসো হে বৈশাখ, এসো এসো...’ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো আর ফ্যাশন-শো’য় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত কানাডা প্রবাসীরা।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য সাসকাটুন প্রবাসী বেশ কয়েকজনকে সম্মাননা পদক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ৪, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।